বিএনপি চেয়ারপারসন, সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর রুহের মাগফেরাত কামনায় চকরিয়ায় কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর, মঙ্গলবার ভোর ৬টায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে।
কোরআন তেলাওয়াত ও মোনাজাতে মরহুমার আত্মার শান্তি কামনায় মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় উত্তর বিনামারা হাফেজখানায় কোরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দেশমাতার জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে একজন দেশপ্রেমিক, ইনসাফপূর্ণ শাসক ও গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী হিসেবে জান্নাতে উচ্চ মাকাম দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই শোক সইবার শক্তি প্রদানের জন্য দোয়া করা হয়।
উক্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: মাষ্টার মোঃ আলমগীর হোসেন রানা, গণশিক্ষা বিষয়ক সম্পাদক, চকরিয়া পৌরসভা বিএনপি, হাফেজ নিজাম উদ্দিন, ইমাম, উত্তর বিনামারা আল আকসা জামে মসজিদ, নুরুল আমিন, সহকারী ইমাম, উত্তর বিনামারা আল আকসা জামে মসজিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও হাফেজখানার ছাত্রবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর বিনামারা আল আকসা জামে মসজিদের সহকারী পেশ ইমাম জনাব নুরুল আমিন। মোনাজাত শেষে মরহুমার স্মরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত নেতৃবৃন্দ।
মোঃ আলমগীর হোসেন রানা,চকরিয়া 















