কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া বন রেঞ্জের সদর বন বিট কলেজ গেইট এলাকায় অভিযান পরিচালনা করে চিরাই কাঠভর্তি একটি অবৈধ ডাম্পার গাড়ি আটক করতে সক্ষম হয়েছে বন বিভাগ।
বনবিভাগ সূত্রে জানাযায়, উখিয়া বন রেঞ্জের দক্ষ ও সাহসী বনরেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান এর নেতৃত্বে ফরেস্ট গার্ড জাহাঙ্গীর আলম, ইলিয়াছসহ একদল বনকর্মীরা গত রবিবার রাত সাড়ে ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর বনবিটের টিএন্ডটি উখিয়া কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০শত ঘনফুট চিরাই কাঠ সহ একটি ডাম্পার গাড়ি আটক করে রেঞ্জ অফিস হেফাজতে নিয়ে আসা হয়েছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান, বিষয়টি নিশ্চিত করে বলেন, কাঠ পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে। বন সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে বলে তিনি জানান।
হেলাল উদ্দিন, উখিয়া 









