ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ। 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া বন রেঞ্জের থাইংখালী বন বিটের মরাগাছতলা ও রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাশে সংরক্ষিত বনের জায়গা দখল করে অবৈধ ভাবে গড়ে তোলা ২৫০টি স্থাপনা (দোকান) উচ্ছেদ করেছে। বৃহস্পতিবার (২০ নবেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত উখিয়া উপজেলা নির্বাহী অফিসার কামরুল হোসেন চৌধুরী ও রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয় পরিবেশ আন্দোলনের নেতা, নুরুল হাসান আযাদ বলেন, দীর্ঘদিন ধরে বন বিভাগের দায়সারা দায়িত্ব পালনের কারণে একের পর এক বনভুমি উজাড় ও পরিবেশ ধ্বংস হচ্ছে। মাঝে মধ্যে লোকদেখানো অভিযান পরিচালনা করলেও কার্যকর কোন ভুমিকা রাখেনা। বর্তমান সরকার যেহেতু পরিবেশ বান্ধব সেহেতু কোন রাগব বোয়ালের কথা কর্ণপাত না করে আইনগত কটোর অভিযান পরিচালনা করার আহবান জানিয়েছেন।

উখিয়া বনরেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে বালুখালীর মরাগাছতলা এলাকায় সংরক্ষিত বনে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে দখলদাররা ব্যবসা পরিচালনা করছিল। এতে বনাঞ্চল ধ্বংসের পাশাপাশি খাস জমিও দখল হয়ে যাচ্ছিল। রেঞ্জ কর্মকর্তা আরও জানান, অভিযানে প্রায় ৫ একর জমি উদ্ধার করা হয়েছে। সংরক্ষিত বন দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৩০ জন সদস্য অংশ নিয়েছে।

ট্যাগস :

চট্টগ্রামে পুলিশ সদস্য মুবিনুল ইসলাম নয়ন সড়ক দূর্ঘটনায় নিহত

উখিয়ায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ। 

আপডেট সময় ০৩:৪৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া বন রেঞ্জের থাইংখালী বন বিটের মরাগাছতলা ও রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাশে সংরক্ষিত বনের জায়গা দখল করে অবৈধ ভাবে গড়ে তোলা ২৫০টি স্থাপনা (দোকান) উচ্ছেদ করেছে। বৃহস্পতিবার (২০ নবেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত উখিয়া উপজেলা নির্বাহী অফিসার কামরুল হোসেন চৌধুরী ও রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয় পরিবেশ আন্দোলনের নেতা, নুরুল হাসান আযাদ বলেন, দীর্ঘদিন ধরে বন বিভাগের দায়সারা দায়িত্ব পালনের কারণে একের পর এক বনভুমি উজাড় ও পরিবেশ ধ্বংস হচ্ছে। মাঝে মধ্যে লোকদেখানো অভিযান পরিচালনা করলেও কার্যকর কোন ভুমিকা রাখেনা। বর্তমান সরকার যেহেতু পরিবেশ বান্ধব সেহেতু কোন রাগব বোয়ালের কথা কর্ণপাত না করে আইনগত কটোর অভিযান পরিচালনা করার আহবান জানিয়েছেন।

উখিয়া বনরেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে বালুখালীর মরাগাছতলা এলাকায় সংরক্ষিত বনে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে দখলদাররা ব্যবসা পরিচালনা করছিল। এতে বনাঞ্চল ধ্বংসের পাশাপাশি খাস জমিও দখল হয়ে যাচ্ছিল। রেঞ্জ কর্মকর্তা আরও জানান, অভিযানে প্রায় ৫ একর জমি উদ্ধার করা হয়েছে। সংরক্ষিত বন দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৩০ জন সদস্য অংশ নিয়েছে।