ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে সাংবাদিক দেলোয়ারকে হুমকি; প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

দুমকিতে প্রেসক্লাবের সভাপতি ও ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের প্রখ্যাত সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেনকে হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্ট প্রকাশ করার ঘটনায় প্রেসক্লাব দুমকি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ঘটনা ঘটে ২৮ সেপ্টেম্বর, যখন সাংবাদিক দেলোয়ার হোসেন চয়বয়ড়ায় একটি দোকানে চুরির সংবাদ সংগ্রহ করতে গেলে উপজেলা ছাত্রদলের বহিস্কৃত আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ারের পক্ষ থেকে লাঞ্চের শিকার হন। সাংবাদিক দেলোয়ার হোসেনকে ভয় দেখানো হয় এবং তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ, মিথ্যা তথ্যসহ মানহানিকর পোস্ট প্রকাশ করা হয়।

সাংবাদিক দেলোয়ার হোসেন আইনের প্রতি শ্রদ্ধা রেখে দুমকি থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন। এ ঘটনায় প্রেসক্লাব দুমকির সদস্যরা হুঁশিয়ারি দিয়েছেন যে, সাংবাদিকের বিরুদ্ধে যেসব ভুয়া ও কুরুচিপূর্ণ প্রচারণা চালানো হচ্ছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রেসক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, যারা সাংবাদিককে উদ্দেশ্য প্রণোদিতভাবে ন্যায়ের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় বা মানহানি করতে চায়, তাদের বিরুদ্ধে কলম এবং আইনের শাসন প্রয়োগে কোনো ধরণের ভয় নেই।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের সময়ে প্রেসক্লাবের সদস্যরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সাংবাদিকতার দায়িত্ব পালন করেন। ওই সময় আন্দোলন দমন করতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সশস্ত্র হামলা চালায়, সাংবাদিকদের আহত করে এবং কার্যালয়ে ভাংচুর চালায়। জুলাই আন্দোলনের ঘটনায় বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যানের বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলার পর মামলা হয়, যার ৯নং আসামী হিসেবে সাংবাদিক দেলোয়ার হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়।

প্রেসক্লাব দুমকি আশা প্রকাশ করেছে, সাংবাদিকতা স্বাধীন ও দায়িত্বশীল থাকাকালীন ফ্যাসীবাদী হুমকি ও মানহানির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে এবং সংবাদপত্রের কলম সমাজের সত্য ও ন্যায়ের পক্ষে শক্তিশালী ভূমিকা রাখবে।

দুমকিতে সাংবাদিক দেলোয়ারকে হুমকি; প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

দুমকিতে সাংবাদিক দেলোয়ারকে হুমকি; প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

আপডেট সময় ০৮:৩৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

দুমকিতে প্রেসক্লাবের সভাপতি ও ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের প্রখ্যাত সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেনকে হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্ট প্রকাশ করার ঘটনায় প্রেসক্লাব দুমকি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ঘটনা ঘটে ২৮ সেপ্টেম্বর, যখন সাংবাদিক দেলোয়ার হোসেন চয়বয়ড়ায় একটি দোকানে চুরির সংবাদ সংগ্রহ করতে গেলে উপজেলা ছাত্রদলের বহিস্কৃত আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ারের পক্ষ থেকে লাঞ্চের শিকার হন। সাংবাদিক দেলোয়ার হোসেনকে ভয় দেখানো হয় এবং তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ, মিথ্যা তথ্যসহ মানহানিকর পোস্ট প্রকাশ করা হয়।

সাংবাদিক দেলোয়ার হোসেন আইনের প্রতি শ্রদ্ধা রেখে দুমকি থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন। এ ঘটনায় প্রেসক্লাব দুমকির সদস্যরা হুঁশিয়ারি দিয়েছেন যে, সাংবাদিকের বিরুদ্ধে যেসব ভুয়া ও কুরুচিপূর্ণ প্রচারণা চালানো হচ্ছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রেসক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, যারা সাংবাদিককে উদ্দেশ্য প্রণোদিতভাবে ন্যায়ের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় বা মানহানি করতে চায়, তাদের বিরুদ্ধে কলম এবং আইনের শাসন প্রয়োগে কোনো ধরণের ভয় নেই।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের সময়ে প্রেসক্লাবের সদস্যরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সাংবাদিকতার দায়িত্ব পালন করেন। ওই সময় আন্দোলন দমন করতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সশস্ত্র হামলা চালায়, সাংবাদিকদের আহত করে এবং কার্যালয়ে ভাংচুর চালায়। জুলাই আন্দোলনের ঘটনায় বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যানের বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলার পর মামলা হয়, যার ৯নং আসামী হিসেবে সাংবাদিক দেলোয়ার হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়।

প্রেসক্লাব দুমকি আশা প্রকাশ করেছে, সাংবাদিকতা স্বাধীন ও দায়িত্বশীল থাকাকালীন ফ্যাসীবাদী হুমকি ও মানহানির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে এবং সংবাদপত্রের কলম সমাজের সত্য ও ন্যায়ের পক্ষে শক্তিশালী ভূমিকা রাখবে।