ঢাকা ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
কক্সবাজার

ভুয়া ডাক্তারকে জরিমানা, ডেন্টাল প্রতিষ্ঠানে সিলগালা

  • মরজান আহমদ
  • আপডেট সময় ০৮:২৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

কক্সবাজার শহরের হাসপাতাল রোডে মডেল ডেন্টাল কেয়ার নামে একটি প্রতিষ্ঠানে ভুয়া চিকিৎসক রোগী দেখছিলেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযানের সময় রমিজ উদ্দিন নামে এক ব্যক্তিকে রোগীর দাঁতের চিকিৎসা করতে দেখা যায়। তিনি নিজেকে ডেন্টাল টেকনিশিয়ান দাবি করলেও, কোনো সনদ বা অনুমোদন দেখাতে পারেননি। বরং তদন্তে জানা যায়, তিনি নিয়মিত দাঁত স্কেলিং, রুট ক্যানাল, ক্যাপ পরানোসহ বিভিন্ন চিকিৎসা দিতেন এবং প্রেসক্রিপশনও করতেন। উপস্থিত রোগীরাও তাকে ডাক্তার হিসেবেই চিনতেন।

প্রশাসনের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখা যায়, রমিজ উদ্দিনের দাবি যে একজন ‘সার্টিফাইড ডেন্টিস্ট’ নিয়মিত রোগী দেখেন, সেটি মিথ্যা। তাছাড়া ২০২৩ সাল থেকে প্রতিষ্ঠানটি কোনো লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান, ‘বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল আইন, ২০১০’-এর ২৯ ধারা অনুযায়ী প্রতারণার দায়ে রমিজ উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ ডেন্টাল চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।

ট্যাগস :

মিয়ানমার সীমান্তে মধ্য রাতে গোলাগুলি, এপারে গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক

কক্সবাজার

ভুয়া ডাক্তারকে জরিমানা, ডেন্টাল প্রতিষ্ঠানে সিলগালা

আপডেট সময় ০৮:২৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

কক্সবাজার শহরের হাসপাতাল রোডে মডেল ডেন্টাল কেয়ার নামে একটি প্রতিষ্ঠানে ভুয়া চিকিৎসক রোগী দেখছিলেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযানের সময় রমিজ উদ্দিন নামে এক ব্যক্তিকে রোগীর দাঁতের চিকিৎসা করতে দেখা যায়। তিনি নিজেকে ডেন্টাল টেকনিশিয়ান দাবি করলেও, কোনো সনদ বা অনুমোদন দেখাতে পারেননি। বরং তদন্তে জানা যায়, তিনি নিয়মিত দাঁত স্কেলিং, রুট ক্যানাল, ক্যাপ পরানোসহ বিভিন্ন চিকিৎসা দিতেন এবং প্রেসক্রিপশনও করতেন। উপস্থিত রোগীরাও তাকে ডাক্তার হিসেবেই চিনতেন।

প্রশাসনের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখা যায়, রমিজ উদ্দিনের দাবি যে একজন ‘সার্টিফাইড ডেন্টিস্ট’ নিয়মিত রোগী দেখেন, সেটি মিথ্যা। তাছাড়া ২০২৩ সাল থেকে প্রতিষ্ঠানটি কোনো লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান, ‘বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল আইন, ২০১০’-এর ২৯ ধারা অনুযায়ী প্রতারণার দায়ে রমিজ উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ ডেন্টাল চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।