চট্টগ্রামের আনোয়ারায় এক লাখ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত আনুমানিক সোয়া ১১টায় উপজেলার রায়পুরের দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়ি থেকে এসব ইয়াবাসহ ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনোয়ারা বেগম (৪৩) রায়পুর ইউনিয়নের দক্ষিণ পারুয়াপাড়া গ্রামের আনোয়ার মাঝির স্ত্রী।
আজ শুক্রবার র্যাবের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।এতে বলা হয়, গোপন সূত্রে র্যাব সদস্যরা জানতে পারে- রায়পুরের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার একটি বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে। এমন তথ্যে বৃহস্পতিবার রাতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা মাদক কারবারি মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরবর্তীতে তার দেখানো ও সনাক্ত মতে ঘরের বারান্দায় খাটের নিচে রাখা একটি নীল এবং কালো রঙের ব্যাগ থেকে বিশেষভাবে স্কচটেপে মোড়ানো ১০টি ইট সদৃশ প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটগুলোতে মোট ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
গ্রেপ্তার মনোয়ারা বেগমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তিনি বলেন, গ্রেপ্তার মনোয়ারা বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।