কক্সবাজার শহরের হলিডে মোড় থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধ ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে হলিডে মোড়ে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানান, একটি মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। স্থানীয়রা জানিয়েছেন, মৃত ব্যক্তি একজন ভিক্ষুক ছিলেন। তবে তার নাম-পরিচয় বা বাড়ির ঠিকানা জানা যায়নি।
বর্তমানে লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।