ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজায় একদিনে নিহত আরও ৭৬ ফিলিস্তিনি, মোট প্রাণহানি ৬২ হাজার ৮৯৫ Logo সেপটিক ট্যাংক থেকে ছয় বছরের শিশুর মরদেহ উদ্ধার, যুবক আটক  Logo জুলুস হবে জামেয়া থেকে জিইসি মোড় পর্যন্ত রোডম্যাপ ঘোষণা Logo তিন দফা দাবিতে চট্টগ্রামে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ Logo চট্টগ্রাম বাকলিয়ায় পর্যটন কেন্দ্র গড়তে চায় চসিক Logo ভুয়া ডাক্তারকে জরিমানা, ডেন্টাল প্রতিষ্ঠানে সিলগালা Logo উখিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরওয়ার সভাপতি ও সোলতান সাধারণ সম্পাদক নির্বাচিত Logo উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আটক ১০ Logo রোহিঙ্গাদের স্থায়ী সমাধান খুঁজছে বাংলাদেশ Logo দাঁড়িপাল্লার বিজয়কে ত্বরান্বিত করতে শ্রমিক প্রতিনিধিদের অগ্রনী ভূমিকা রাখতে হবে:শামসুল আলম বাহাদুর

চট্টগ্রামে চালু হচ্ছে নতুন দুই সরকারি স্কুল

  • মরজান আহমদ
  • আপডেট সময় ০২:০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

ছবি: সংগ্রহীত 

নগরীর পতেঙ্গা এলাকায় সর্বাধুনিক অবকাঠামো ও সুযোগ-সুবিধাসহ একাডেমিক কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠান দুটি। চট্টগ্রামে প্রায় ৫৮ বছর পর নতুন দুটি সরকারি স্কুল অ্যান্ড কলেজ চালু করতে যাচ্ছে সরকার।

২০২৬ সাল থেকে নগরীর পতেঙ্গা এলাকায় সর্বাধুনিক অবকাঠামো ও সুযোগ-সুবিধাসহ একাডেমিক কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠান দুটি।

নতুন প্রতিষ্ঠান দুটি হলো—শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সরকারি স্কুল অ্যান্ড কলেজ (পূর্ব পতেঙ্গা) এবং মাস্টারদা সূর্যসেন সরকারি স্কুল অ্যান্ড কলেজ (উত্তর পতেঙ্গা)। প্রতিটি ১০ তলা ভবনের স্কুলে একসঙ্গে প্রায় ১,৪০০ শিক্ষার্থী পাঠ গ্রহণ করতে পারবে।

চট্টগ্রাম নগরে সর্বশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছিল ১৯৬৭ সালে। এরপর ১৯৭৪ ও ২০১৭ সালে দুটি বেসরকারি বিদ্যালয় সরকারিকরণ করা হলেও নতুন করে কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় গড়ে তোলা হয়নি। দীর্ঘদিনের এই শূন্যতা পূরণে নগরবাসী নতুন দুটি বিদ্যালয়ের উদ্বোধনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।

প্রতিটি প্রতিষ্ঠানে থাকছে আধুনিক শ্রেণিকক্ষ, মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাব, বিজ্ঞানাগার, লাইব্রেরি, সেমিনার হল, মাল্টিপারপাস হল, নামাজ কক্ষ, মিড-ডে মিল কক্ষ ও চিকিৎসাকক্ষ। থাকবে ইন্টারনেট সুবিধাসহ খেলাধুলার সরঞ্জাম ও মাল্টিমিডিয়া প্রজেক্টর।

২০১৮ সালে একনেক ‘৯টি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প’ অনুমোদন দেয়। ৪৬৪ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, জয়পুরহাট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যালয় নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়।

তিন দফা মেয়াদ বাড়িয়ে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রধান বাধা ছিল জমি সংকট। নগরে একসঙ্গে ২ একর জমি পাওয়া কঠিন হওয়ায় পতেঙ্গায় জমি নির্ধারণ করা হয়।

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা বাংলার সীমান্তকে বলেন, পতেঙ্গা এলাকায় এতদিন কোনো সরকারি স্কুল ছিল না। তাই এলাকাবাসীর চাহিদা পূরণে এখানে প্রতিষ্ঠান দুটি স্থাপন করা হচ্ছে।

প্রকল্প পরিচালক রায়হানা তসলিম বলেন, কাজ প্রায় শেষ। এ বছরই কাজ সম্পন্ন হবে এবং আগামী বছর থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজায় একদিনে নিহত আরও ৭৬ ফিলিস্তিনি, মোট প্রাণহানি ৬২ হাজার ৮৯৫

চট্টগ্রামে চালু হচ্ছে নতুন দুই সরকারি স্কুল

আপডেট সময় ০২:০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

ছবি: সংগ্রহীত 

নগরীর পতেঙ্গা এলাকায় সর্বাধুনিক অবকাঠামো ও সুযোগ-সুবিধাসহ একাডেমিক কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠান দুটি। চট্টগ্রামে প্রায় ৫৮ বছর পর নতুন দুটি সরকারি স্কুল অ্যান্ড কলেজ চালু করতে যাচ্ছে সরকার।

২০২৬ সাল থেকে নগরীর পতেঙ্গা এলাকায় সর্বাধুনিক অবকাঠামো ও সুযোগ-সুবিধাসহ একাডেমিক কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠান দুটি।

নতুন প্রতিষ্ঠান দুটি হলো—শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সরকারি স্কুল অ্যান্ড কলেজ (পূর্ব পতেঙ্গা) এবং মাস্টারদা সূর্যসেন সরকারি স্কুল অ্যান্ড কলেজ (উত্তর পতেঙ্গা)। প্রতিটি ১০ তলা ভবনের স্কুলে একসঙ্গে প্রায় ১,৪০০ শিক্ষার্থী পাঠ গ্রহণ করতে পারবে।

চট্টগ্রাম নগরে সর্বশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছিল ১৯৬৭ সালে। এরপর ১৯৭৪ ও ২০১৭ সালে দুটি বেসরকারি বিদ্যালয় সরকারিকরণ করা হলেও নতুন করে কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় গড়ে তোলা হয়নি। দীর্ঘদিনের এই শূন্যতা পূরণে নগরবাসী নতুন দুটি বিদ্যালয়ের উদ্বোধনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।

প্রতিটি প্রতিষ্ঠানে থাকছে আধুনিক শ্রেণিকক্ষ, মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাব, বিজ্ঞানাগার, লাইব্রেরি, সেমিনার হল, মাল্টিপারপাস হল, নামাজ কক্ষ, মিড-ডে মিল কক্ষ ও চিকিৎসাকক্ষ। থাকবে ইন্টারনেট সুবিধাসহ খেলাধুলার সরঞ্জাম ও মাল্টিমিডিয়া প্রজেক্টর।

২০১৮ সালে একনেক ‘৯টি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প’ অনুমোদন দেয়। ৪৬৪ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, জয়পুরহাট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যালয় নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়।

তিন দফা মেয়াদ বাড়িয়ে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রধান বাধা ছিল জমি সংকট। নগরে একসঙ্গে ২ একর জমি পাওয়া কঠিন হওয়ায় পতেঙ্গায় জমি নির্ধারণ করা হয়।

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা বাংলার সীমান্তকে বলেন, পতেঙ্গা এলাকায় এতদিন কোনো সরকারি স্কুল ছিল না। তাই এলাকাবাসীর চাহিদা পূরণে এখানে প্রতিষ্ঠান দুটি স্থাপন করা হচ্ছে।

প্রকল্প পরিচালক রায়হানা তসলিম বলেন, কাজ প্রায় শেষ। এ বছরই কাজ সম্পন্ন হবে এবং আগামী বছর থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে।