ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজধানীতে আগাম শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন Logo মিয়ানমার সীমান্তে মধ্য রাতে গোলাগুলি, এপারে গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক Logo শহিদুল আলমকে তুরস্কের সহযোগিতায় ফিরিয়ে আনা হবে: প্রেস উইং Logo ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক Logo শহীদ জিয়ার মাজার জিয়ারত করে বাসায় ফিরলেন খালেদা জিয়া Logo রোহিঙ্গা যুবকের হাতে বাংলাদেশী এনআইডি, কাজ করছেন সরকারি অধিদপ্তরে? Logo শেরপুরে মানব পাচারকালে ২৬ জন আটক Logo প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফর অত্যন্ত সফল Logo সামনে পূর্ণিমার পূর্ণ চাঁদ দেখা যাচ্ছে : আমির খসরু Logo কক্সবাজার রোহিঙ্গা শিবিরে অপরাধের স্বর্গরাজ্য

চট্টগ্রামে চালু হচ্ছে নতুন দুই সরকারি স্কুল

  • মরজান আহমদ
  • আপডেট সময় ০২:০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

ছবি: সংগ্রহীত 

নগরীর পতেঙ্গা এলাকায় সর্বাধুনিক অবকাঠামো ও সুযোগ-সুবিধাসহ একাডেমিক কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠান দুটি। চট্টগ্রামে প্রায় ৫৮ বছর পর নতুন দুটি সরকারি স্কুল অ্যান্ড কলেজ চালু করতে যাচ্ছে সরকার।

২০২৬ সাল থেকে নগরীর পতেঙ্গা এলাকায় সর্বাধুনিক অবকাঠামো ও সুযোগ-সুবিধাসহ একাডেমিক কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠান দুটি।

নতুন প্রতিষ্ঠান দুটি হলো—শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সরকারি স্কুল অ্যান্ড কলেজ (পূর্ব পতেঙ্গা) এবং মাস্টারদা সূর্যসেন সরকারি স্কুল অ্যান্ড কলেজ (উত্তর পতেঙ্গা)। প্রতিটি ১০ তলা ভবনের স্কুলে একসঙ্গে প্রায় ১,৪০০ শিক্ষার্থী পাঠ গ্রহণ করতে পারবে।

চট্টগ্রাম নগরে সর্বশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছিল ১৯৬৭ সালে। এরপর ১৯৭৪ ও ২০১৭ সালে দুটি বেসরকারি বিদ্যালয় সরকারিকরণ করা হলেও নতুন করে কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় গড়ে তোলা হয়নি। দীর্ঘদিনের এই শূন্যতা পূরণে নগরবাসী নতুন দুটি বিদ্যালয়ের উদ্বোধনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।

প্রতিটি প্রতিষ্ঠানে থাকছে আধুনিক শ্রেণিকক্ষ, মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাব, বিজ্ঞানাগার, লাইব্রেরি, সেমিনার হল, মাল্টিপারপাস হল, নামাজ কক্ষ, মিড-ডে মিল কক্ষ ও চিকিৎসাকক্ষ। থাকবে ইন্টারনেট সুবিধাসহ খেলাধুলার সরঞ্জাম ও মাল্টিমিডিয়া প্রজেক্টর।

২০১৮ সালে একনেক ‘৯টি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প’ অনুমোদন দেয়। ৪৬৪ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, জয়পুরহাট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যালয় নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়।

তিন দফা মেয়াদ বাড়িয়ে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রধান বাধা ছিল জমি সংকট। নগরে একসঙ্গে ২ একর জমি পাওয়া কঠিন হওয়ায় পতেঙ্গায় জমি নির্ধারণ করা হয়।

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা বাংলার সীমান্তকে বলেন, পতেঙ্গা এলাকায় এতদিন কোনো সরকারি স্কুল ছিল না। তাই এলাকাবাসীর চাহিদা পূরণে এখানে প্রতিষ্ঠান দুটি স্থাপন করা হচ্ছে।

প্রকল্প পরিচালক রায়হানা তসলিম বলেন, কাজ প্রায় শেষ। এ বছরই কাজ সম্পন্ন হবে এবং আগামী বছর থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে।

ট্যাগস :

রাজধানীতে আগাম শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন

চট্টগ্রামে চালু হচ্ছে নতুন দুই সরকারি স্কুল

আপডেট সময় ০২:০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

ছবি: সংগ্রহীত 

নগরীর পতেঙ্গা এলাকায় সর্বাধুনিক অবকাঠামো ও সুযোগ-সুবিধাসহ একাডেমিক কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠান দুটি। চট্টগ্রামে প্রায় ৫৮ বছর পর নতুন দুটি সরকারি স্কুল অ্যান্ড কলেজ চালু করতে যাচ্ছে সরকার।

২০২৬ সাল থেকে নগরীর পতেঙ্গা এলাকায় সর্বাধুনিক অবকাঠামো ও সুযোগ-সুবিধাসহ একাডেমিক কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠান দুটি।

নতুন প্রতিষ্ঠান দুটি হলো—শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সরকারি স্কুল অ্যান্ড কলেজ (পূর্ব পতেঙ্গা) এবং মাস্টারদা সূর্যসেন সরকারি স্কুল অ্যান্ড কলেজ (উত্তর পতেঙ্গা)। প্রতিটি ১০ তলা ভবনের স্কুলে একসঙ্গে প্রায় ১,৪০০ শিক্ষার্থী পাঠ গ্রহণ করতে পারবে।

চট্টগ্রাম নগরে সর্বশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছিল ১৯৬৭ সালে। এরপর ১৯৭৪ ও ২০১৭ সালে দুটি বেসরকারি বিদ্যালয় সরকারিকরণ করা হলেও নতুন করে কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় গড়ে তোলা হয়নি। দীর্ঘদিনের এই শূন্যতা পূরণে নগরবাসী নতুন দুটি বিদ্যালয়ের উদ্বোধনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।

প্রতিটি প্রতিষ্ঠানে থাকছে আধুনিক শ্রেণিকক্ষ, মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাব, বিজ্ঞানাগার, লাইব্রেরি, সেমিনার হল, মাল্টিপারপাস হল, নামাজ কক্ষ, মিড-ডে মিল কক্ষ ও চিকিৎসাকক্ষ। থাকবে ইন্টারনেট সুবিধাসহ খেলাধুলার সরঞ্জাম ও মাল্টিমিডিয়া প্রজেক্টর।

২০১৮ সালে একনেক ‘৯টি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প’ অনুমোদন দেয়। ৪৬৪ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, জয়পুরহাট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যালয় নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়।

তিন দফা মেয়াদ বাড়িয়ে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রধান বাধা ছিল জমি সংকট। নগরে একসঙ্গে ২ একর জমি পাওয়া কঠিন হওয়ায় পতেঙ্গায় জমি নির্ধারণ করা হয়।

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা বাংলার সীমান্তকে বলেন, পতেঙ্গা এলাকায় এতদিন কোনো সরকারি স্কুল ছিল না। তাই এলাকাবাসীর চাহিদা পূরণে এখানে প্রতিষ্ঠান দুটি স্থাপন করা হচ্ছে।

প্রকল্প পরিচালক রায়হানা তসলিম বলেন, কাজ প্রায় শেষ। এ বছরই কাজ সম্পন্ন হবে এবং আগামী বছর থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে।