ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজায় একদিনে নিহত আরও ৭৬ ফিলিস্তিনি, মোট প্রাণহানি ৬২ হাজার ৮৯৫ Logo সেপটিক ট্যাংক থেকে ছয় বছরের শিশুর মরদেহ উদ্ধার, যুবক আটক  Logo জুলুস হবে জামেয়া থেকে জিইসি মোড় পর্যন্ত রোডম্যাপ ঘোষণা Logo তিন দফা দাবিতে চট্টগ্রামে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ Logo চট্টগ্রাম বাকলিয়ায় পর্যটন কেন্দ্র গড়তে চায় চসিক Logo ভুয়া ডাক্তারকে জরিমানা, ডেন্টাল প্রতিষ্ঠানে সিলগালা Logo উখিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরওয়ার সভাপতি ও সোলতান সাধারণ সম্পাদক নির্বাচিত Logo উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আটক ১০ Logo রোহিঙ্গাদের স্থায়ী সমাধান খুঁজছে বাংলাদেশ Logo দাঁড়িপাল্লার বিজয়কে ত্বরান্বিত করতে শ্রমিক প্রতিনিধিদের অগ্রনী ভূমিকা রাখতে হবে:শামসুল আলম বাহাদুর

মহেশখালী যুবদল কর্মীকে গুলি করে হত্যা

নিহত যুবদল কর্মী মামুন


কক্সবাজারের মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে মামুন (৩২) নামে এক যুবদল কর্মীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত মামুন উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছামিরা ঘোনা এলাকার মৃত রসুর ছেলে। স্থানীয় সূত্রের দাবি, তিনি দীর্ঘদিন ধরে যুবদল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। কয়েক বছর আগে তার পিতাকেও হত্যা করা হয়।

সোমবার (৫ মে) রাত দেড়টার দিকে উপজেলার কালামারছড়া ইউনিয়নের মারাক্ষা ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ বলছে, গতকাল রাতে গুলিবিদ্ধ অবস্থায় মামুনকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ভোররাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ মঙ্গলবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মামুনের সঙ্গে স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের বড় ভাই উকিল আহমেদ জানান, স্থানীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমার ভাইকে সুকৌশলে রাস্তায় ব্যারিকেড দিয়ে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে হত্যা করেছে। সে কক্সবাজার থেকে বাড়ি ফিরছিল।

স্থানীয়রা জানান, প্রতিপক্ষের হাতে তার পিতা রসু হত্যা হলে নিহত মামুন পিতা হত্যার প্রতিশোধ নিতে দিন দিন বেপরোয়া হয়ে উঠে। তার বিরুদ্ধে প্রায় ৬টি মামলা রয়েছে। এ ঘটনার পেছনে উত্তর ঝাপুয়া, আঁধারঘোনা ও মিজ্জিরপাড়া পাহাড়ে আস্তানা করা স্থানীয় সন্ত্রাসীরা জড়িত রয়েছে বলে তার ধারণা।

কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রুহুল কাদের বাবুল জানান, পরিকল্পিত সিরিজ হত্যা চলছে নিয়মিত। প্রশাসন নীরব কেন, জনগণ জানতে চায়। গত মাসে একই কায়দায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে বিএনপির নিবেদিত কর্মী আবু আহমেদ মারা যায়। পুলিশ এর দায় এড়াতে পারেনা। আঁধারঘোনা ও মিজ্জিরপাড়া পাহাড়ে অস্ত্রধারীদের অবস্থান। সেখানে অভিযান জরুরি হয়ে পড়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, হত্যার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গাজায় একদিনে নিহত আরও ৭৬ ফিলিস্তিনি, মোট প্রাণহানি ৬২ হাজার ৮৯৫

মহেশখালী যুবদল কর্মীকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৩:৩২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

নিহত যুবদল কর্মী মামুন


কক্সবাজারের মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে মামুন (৩২) নামে এক যুবদল কর্মীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত মামুন উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছামিরা ঘোনা এলাকার মৃত রসুর ছেলে। স্থানীয় সূত্রের দাবি, তিনি দীর্ঘদিন ধরে যুবদল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। কয়েক বছর আগে তার পিতাকেও হত্যা করা হয়।

সোমবার (৫ মে) রাত দেড়টার দিকে উপজেলার কালামারছড়া ইউনিয়নের মারাক্ষা ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ বলছে, গতকাল রাতে গুলিবিদ্ধ অবস্থায় মামুনকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ভোররাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ মঙ্গলবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মামুনের সঙ্গে স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের বড় ভাই উকিল আহমেদ জানান, স্থানীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমার ভাইকে সুকৌশলে রাস্তায় ব্যারিকেড দিয়ে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে হত্যা করেছে। সে কক্সবাজার থেকে বাড়ি ফিরছিল।

স্থানীয়রা জানান, প্রতিপক্ষের হাতে তার পিতা রসু হত্যা হলে নিহত মামুন পিতা হত্যার প্রতিশোধ নিতে দিন দিন বেপরোয়া হয়ে উঠে। তার বিরুদ্ধে প্রায় ৬টি মামলা রয়েছে। এ ঘটনার পেছনে উত্তর ঝাপুয়া, আঁধারঘোনা ও মিজ্জিরপাড়া পাহাড়ে আস্তানা করা স্থানীয় সন্ত্রাসীরা জড়িত রয়েছে বলে তার ধারণা।

কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রুহুল কাদের বাবুল জানান, পরিকল্পিত সিরিজ হত্যা চলছে নিয়মিত। প্রশাসন নীরব কেন, জনগণ জানতে চায়। গত মাসে একই কায়দায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে বিএনপির নিবেদিত কর্মী আবু আহমেদ মারা যায়। পুলিশ এর দায় এড়াতে পারেনা। আঁধারঘোনা ও মিজ্জিরপাড়া পাহাড়ে অস্ত্রধারীদের অবস্থান। সেখানে অভিযান জরুরি হয়ে পড়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, হত্যার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।