ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেপটিক ট্যাংক থেকে ছয় বছরের শিশুর মরদেহ উদ্ধার, যুবক আটক  Logo জুলুস হবে জামেয়া থেকে জিইসি মোড় পর্যন্ত রোডম্যাপ ঘোষণা Logo তিন দফা দাবিতে চট্টগ্রামে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ Logo চট্টগ্রাম বাকলিয়ায় পর্যটন কেন্দ্র গড়তে চায় চসিক Logo ভুয়া ডাক্তারকে জরিমানা, ডেন্টাল প্রতিষ্ঠানে সিলগালা Logo উখিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরওয়ার সভাপতি ও সোলতান সাধারণ সম্পাদক নির্বাচিত Logo উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আটক ১০ Logo রোহিঙ্গাদের স্থায়ী সমাধান খুঁজছে বাংলাদেশ Logo দাঁড়িপাল্লার বিজয়কে ত্বরান্বিত করতে শ্রমিক প্রতিনিধিদের অগ্রনী ভূমিকা রাখতে হবে:শামসুল আলম বাহাদুর Logo ইসলামী মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থাই প্রকৃত শিক্ষা ব্যবস্থা : মঞ্জুরুল ইসলাম।

পেকুয়ায় জায়গার বিরোধে মারপিট, আহত ৬

কক্সবাজারের পেকুয়ায় জায়গার বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জন গুরুতর আহত হয়েছে।আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের আমিন বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতরা হলেন, দক্ষিন সুন্দরী পাড়া এলাকার আবদুল গনির পুত্র আকতার হোসেন (৫২), তাঁর স্ত্রী মিনা আক্তার (৪৫), ছোট ভাই উত্তর সুন্দরী পাড়ার বেলাল হোসেন (৪০), বড় ভাই মোস্তাক আহমদ (৫০), বেলাল হোসেনের পুত্র পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ এর শিক্ষার্থী তৌহিদুল ইসলাম (১৯) ও আজগরীয়া মেহের উলুম দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী শহিদুল ইসলাম (১৬)। এদের মধ্যে আকতার হোসেন ও মিনা আক্তার দম্পতিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয়সুত্রে জানাগেছে, ৫৮ শতক জায়গা নিয়ে উত্তর সুন্দরী পাড়ার আবদুল গনির সঙ্গে তাঁর নিকটাত্মীয় জামাল হোসেন, আবদুল আজিজ, জাকের হোসেন গংদের মধ্যে বিরোধ চলছিল। এনিয়ে দুপক্ষের মধ্যে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। তাঁদের মধ্যে থানা ও আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। সম্প্রতি দুপক্ষের মধ্যে দ্বন্ধ প্রকট আকার ধারণ করে। সকালে জামাল হোসেন, জাকের হোসেন, আবদুল আজিজ গং বিরোধপুর্ণ জায়গায় স্থাপণা নির্মাণ কাজ শুরু করে। এনিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শাহিনুল ইসলাম সাদ্দাম,জয়নাল আবেদীন, জামাল হোসেন, কফিল উদ্দিন আবদুল আজিজ, ফোরকান আবুল কাসেম, রিয়াজ উদ্দিন জাকের হোসেন, জাকের হোসেন ,জামাল হোসেন, আবুল কাসেম, জাকের হোসেনসহ ১৫ থেকে ২০ জনের উত্তেজিত লোক ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে নারী, কলেজ ও মাদরাসা শিক্ষর্থীসহ ৬জন গুরুতর আহত হন। এ ব্যাপারে আবদুল গনি বলেন, এ সম্পত্তি ওয়ারিশ ও খরিদাসুত্রে আমার। দীর্ঘ তিনযুগ ধরে ভোগ দখলে আছি। গত এক বছর ধরে জাকের, আবদুল আজিজ গং জবর দখলের চেষ্টা করছে। আদালতে মামলা চলমান আছে। তাঁরা পেশিশক্তির জোরে সকালে বাড়ির উঠানে স্থাপণা নির্মান করে। পিটিয়ে ৬ জনকে রক্তাক্ত জখম করেছে। এ ব্যাপারে জাকের হোসেন বলেন, আমাদের ওয়ারিশান জায়গা জবর দখল করে রেখেছে আবদুল গনি। একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সমাজপতি জহিরুল ইসলাম বলেন, তাদেরকে নিষ্টুরভাবে পিটিয়ে জখম করেছে। আমরা শতশত লোকজন তাদের মারপিট থামানোর চেষ্টা করছি। ইউপি সদস্য ছাদেকা বেগম বলেন, সকাল থেকে উত্তেজনা চলছে। আমার চোখের সামনে মারপিট করেছে। আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সেপটিক ট্যাংক থেকে ছয় বছরের শিশুর মরদেহ উদ্ধার, যুবক আটক 

পেকুয়ায় জায়গার বিরোধে মারপিট, আহত ৬

আপডেট সময় ০২:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

কক্সবাজারের পেকুয়ায় জায়গার বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জন গুরুতর আহত হয়েছে।আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের আমিন বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতরা হলেন, দক্ষিন সুন্দরী পাড়া এলাকার আবদুল গনির পুত্র আকতার হোসেন (৫২), তাঁর স্ত্রী মিনা আক্তার (৪৫), ছোট ভাই উত্তর সুন্দরী পাড়ার বেলাল হোসেন (৪০), বড় ভাই মোস্তাক আহমদ (৫০), বেলাল হোসেনের পুত্র পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ এর শিক্ষার্থী তৌহিদুল ইসলাম (১৯) ও আজগরীয়া মেহের উলুম দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী শহিদুল ইসলাম (১৬)। এদের মধ্যে আকতার হোসেন ও মিনা আক্তার দম্পতিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয়সুত্রে জানাগেছে, ৫৮ শতক জায়গা নিয়ে উত্তর সুন্দরী পাড়ার আবদুল গনির সঙ্গে তাঁর নিকটাত্মীয় জামাল হোসেন, আবদুল আজিজ, জাকের হোসেন গংদের মধ্যে বিরোধ চলছিল। এনিয়ে দুপক্ষের মধ্যে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। তাঁদের মধ্যে থানা ও আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। সম্প্রতি দুপক্ষের মধ্যে দ্বন্ধ প্রকট আকার ধারণ করে। সকালে জামাল হোসেন, জাকের হোসেন, আবদুল আজিজ গং বিরোধপুর্ণ জায়গায় স্থাপণা নির্মাণ কাজ শুরু করে। এনিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শাহিনুল ইসলাম সাদ্দাম,জয়নাল আবেদীন, জামাল হোসেন, কফিল উদ্দিন আবদুল আজিজ, ফোরকান আবুল কাসেম, রিয়াজ উদ্দিন জাকের হোসেন, জাকের হোসেন ,জামাল হোসেন, আবুল কাসেম, জাকের হোসেনসহ ১৫ থেকে ২০ জনের উত্তেজিত লোক ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে নারী, কলেজ ও মাদরাসা শিক্ষর্থীসহ ৬জন গুরুতর আহত হন। এ ব্যাপারে আবদুল গনি বলেন, এ সম্পত্তি ওয়ারিশ ও খরিদাসুত্রে আমার। দীর্ঘ তিনযুগ ধরে ভোগ দখলে আছি। গত এক বছর ধরে জাকের, আবদুল আজিজ গং জবর দখলের চেষ্টা করছে। আদালতে মামলা চলমান আছে। তাঁরা পেশিশক্তির জোরে সকালে বাড়ির উঠানে স্থাপণা নির্মান করে। পিটিয়ে ৬ জনকে রক্তাক্ত জখম করেছে। এ ব্যাপারে জাকের হোসেন বলেন, আমাদের ওয়ারিশান জায়গা জবর দখল করে রেখেছে আবদুল গনি। একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সমাজপতি জহিরুল ইসলাম বলেন, তাদেরকে নিষ্টুরভাবে পিটিয়ে জখম করেছে। আমরা শতশত লোকজন তাদের মারপিট থামানোর চেষ্টা করছি। ইউপি সদস্য ছাদেকা বেগম বলেন, সকাল থেকে উত্তেজনা চলছে। আমার চোখের সামনে মারপিট করেছে। আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।