আটককৃত অবৈধ ব্যাটারি রিকশা ছবি: বাংলার সীমান্ত
চট্টগ্রাম নগরীতে ব্যাটারি রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশনায় নগরীর চারটি ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করছে। গত সোমবারও নগরীতে দুই শতাধিক ব্যাটারি রিক্সা আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সূত্র জানায়, ব্যাটারি রিক্সার দৌরাত্ম্য ঠেকাতে সিএমপির চারটি জোন একযোগে অভিযান পরিচালনা করছে। কোনো ধরনের নিয়ম না মেনে চলাচলকারী ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও সিএমপি জানিয়েছে। নিয়ম নীতি না মেনে চলাচলকারী ব্যাটারি রিকশা নগরীর সার্বিক ট্রাফিক সিস্টেমকেই ঝুঁকির মুখে ফেলছে বলে মন্তব্য করে পুলিশ বলেছে, এগুলোকে শহরের মূল রাস্তায় চলতে দেয়া হবে না। রিক্সাগুলো শহরের জন্য বড় ধরনের আপদ হয়ে দেখা দিয়েছে বলেও পুলিশ মন্তব্য করেছে।
সিএমপির এডিসি (এসপি) জনসংযোগ মাহমুদা বেগম জানান, গতকাল সিএমপির চারটি বিভাগে ২০০টির মতো অবৈধ ব্যাটারি রিকশা আটক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। পুলিশ ব্যাটারি রিকশা আটক করে সবগুলোকে ডাম্পিং ইয়ার্ডে জব্দ করা হচ্ছে। নগরীর ডাম্পিং ইয়ার্ডে শত শত ব্যাটারি রিক্সার স্তুপ তৈরি হয়েছে।