রিক জিএফএ জামতলী টিম ২৪শে মার্চ উখিয়া কোর্টবাজারের জায়তুন রেস্তোরাঁয় ইফতার মাহফিলের আয়োজন করে হয়।
নুরুল আফছারের কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ডব্লিউএফপির প্রতিনিধি মিজানুর রহমান রাফি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-রিক-জিএফএ- প্রোগ্রামের পিএম মোহাম্মদ মুনিরুজ্জামান, এমএন্ডই এবং এমআইএসও আবু সাঈদ এবং রিক-জিএফএ প্রোগ্রাম -জামতলীর সকল সম্মানিত কর্মী সদস্য উপস্থিত ছিলেন।
এই সমাবেশ ঐক্য ও কৃতজ্ঞতার পরিবেশে দলগত মনোভাবকে শক্তিশালী করার এবং মূল্যবোধকে শক্তিশালী করার একটি চমৎকার সুযোগ করে দিয়েছে।
এই অনুষ্ঠানটি সফল করার জন্য মূল্যবান দিকনির্দেশনা এবং সহায়তার জন্য তাহমিনা ইশরাত বানু, জনাব মোহাম্মদ মুনিরুজ্জামান,মিজানুর রহমান রাফি কে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।
সভাপতিত্ব করেন জিএফএ প্রোগ্রামের জামতলি ক্যাম্প১৫/১৬ এর আউটলেট সুপারভাইজার রবি উল্লাহ।