উখিয়া প্রতিবেদক
উখিয়ায় ছাত্রসহ ৪ জন যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের মধ্যে ৩ জন ছাত্র ও একজন যুবক রয়েছে। ৪ জনই রাজা পালং ইউনিয়নের বাসিন্দা। নিখোঁজের ৫ দিন পরও সন্ধান না পাওয়া অভিভাবক ও আত্মীয়-স্বজনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠ দেখা দিয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হোসেন বাংলার সীমান্তকে জানান,আমরা বিষয়টি আমলে নিয়েছি। মোবাইল ট্রাকিং ও প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজদের সম্ভাব্য স্থান উদঘাটন ও উদ্ধার তৎপরতায় পুলিশ কাজ করছে। নিখোঁজরা হলেন কুতুপালং পশ্চিম পাড়ার বাসিন্দা নাজির হোসেনের ছেলে কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী কামরুল হাসান রায়হান (১৮), মোহাম্মদ আব্দুল রহিমের ছেলে কুতুপালং উচ্চ বিদ্যালয়েে শিক্ষার্থী ওয়াসিদ রহিম নাঈম (১৮) ও মির আহমদের ছেলে মোহাম্মদ ইসলাম (১৮)। গত ২০ আগষ্ট নিখোঁজ হন তারা। এদিকে রাজাপালংয়ের আবুল কাশেম নূর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ওসমান গনিও (১৬) নিখোঁজ রয়েছে। সে টাইপালং এলাকার জাফর আলমের ছেলে। এ ব্যাপারে উখিয়া থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে।