ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা লাকসাম বাকই বরইগাও অবোলা পরিবারকে সম্পত্তি বঞ্চিত করেছে সহোদর: থানায় অভিযাগ দিয়েও সু বিচার পায়নি

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৫৬১ বার পড়া হয়েছে

কুমিল্লা লাকসাম বাকই বরইগাও অবোলা পরিবারকে সম্পত্তি বন্চিত করেছে সহোদররা এলাকায় ও থানায় অভিযাগ দায়ের করে সু বিচার পায়নি মোঃ জাহাঙ্গীর আলম। সরেজমিন স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল খোঁজখবর নিয়ে জানতে পায় লাকসামের বাকই বরইগাও(বরই মৌজা) হালদাগ ৯৬৮ নাল এক একর ৩৬ অংশে খরিদা ৩০ ডিং বি এস খতিয়া নং ৫৭৯ মূলে প্রকৃত মালিক ১)মোঃ জাহাঙ্গীর আলম,পিতামৃত মৌলভী আবদুল আজিজ, মাতামৃতঃ মাছুমা বেগম,২) মোঃ আরিফুল ইসলাম,৩)মোঃ শরিফুল ইসলাম, উভয় পিতা: মোঃ জাহাঙ্গীর, মাতাঃ শাহিনা আক্তার, সর্বসাং বরইগাও, ডাকঘরঃ ভোরাজগতপুর, থানা: লাকসাম, জেলা কুমিল্লা অধিবাসী। বরই মৌজায় আঃ মান্নান,আবুল কালাম,সেলিনা আক্তার,আবুল হোসেন, দেলোয়ার হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম ও রেহানা আক্তার পৈত্রিক ওয়ারিশমূলে বিভিন্ন দাগে প্রত্যেকে হার ২৫ শতাংশ নাল ও বাড়ী,পুকুর,কবরস্থান প্রায় ২৫১ শতাংশ সম্পত্তির বৈধ মালিক দাবীদার। বোনেরা স্বামী বাড়ী, ভাইয়েরা পৃথক বসবাস করছেন। উক্ত ভূমি নিজেদের চাহিদায় দখলে নিয়েছেন। মোঃ জাহাঙ্গীর আলম সহজ সরলতায় বন্টন বন্চিত হয়ে নিরুপায় ও রাস্তার পাশে চা দোকান করে জীবন চলে। মোঃ জাহাঙ্গীর আলম এর ২ কন্যা ও ২ পুত্র নাবলক। তাদের বাঁচিয়ে রাখতে আয় রোজগার দুর্বিসহ। উক্ত ঘটনায় এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আন্চলিক পরিচালক মোঃ শাহাজাহান জানান, পিতার সম্পত্তি ভাই বোন বণ্টক মাধ্যমে ভোগ করে দখলে দলিল ও খতিয়ানে মালিক হয়। ওয়ারিশগন তাদের সম্মিলিত হক আদায়ে আইনগত ও মানবাধিকার সমর্থন করে। আমি তাদের মাঝে সৌহার্দ ভাব কামনা করছি। মানুষের কল্যাণে সর্বমলের সহযোগীতা কামনা করেছেন। ভূক্তভোগীরা বলেন

ট্যাগস :

চট্টগ্রামে পুলিশ সদস্য মুবিনুল ইসলাম নয়ন সড়ক দূর্ঘটনায় নিহত

কুমিল্লা লাকসাম বাকই বরইগাও অবোলা পরিবারকে সম্পত্তি বঞ্চিত করেছে সহোদর: থানায় অভিযাগ দিয়েও সু বিচার পায়নি

আপডেট সময় ০৭:১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

কুমিল্লা লাকসাম বাকই বরইগাও অবোলা পরিবারকে সম্পত্তি বন্চিত করেছে সহোদররা এলাকায় ও থানায় অভিযাগ দায়ের করে সু বিচার পায়নি মোঃ জাহাঙ্গীর আলম। সরেজমিন স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল খোঁজখবর নিয়ে জানতে পায় লাকসামের বাকই বরইগাও(বরই মৌজা) হালদাগ ৯৬৮ নাল এক একর ৩৬ অংশে খরিদা ৩০ ডিং বি এস খতিয়া নং ৫৭৯ মূলে প্রকৃত মালিক ১)মোঃ জাহাঙ্গীর আলম,পিতামৃত মৌলভী আবদুল আজিজ, মাতামৃতঃ মাছুমা বেগম,২) মোঃ আরিফুল ইসলাম,৩)মোঃ শরিফুল ইসলাম, উভয় পিতা: মোঃ জাহাঙ্গীর, মাতাঃ শাহিনা আক্তার, সর্বসাং বরইগাও, ডাকঘরঃ ভোরাজগতপুর, থানা: লাকসাম, জেলা কুমিল্লা অধিবাসী। বরই মৌজায় আঃ মান্নান,আবুল কালাম,সেলিনা আক্তার,আবুল হোসেন, দেলোয়ার হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম ও রেহানা আক্তার পৈত্রিক ওয়ারিশমূলে বিভিন্ন দাগে প্রত্যেকে হার ২৫ শতাংশ নাল ও বাড়ী,পুকুর,কবরস্থান প্রায় ২৫১ শতাংশ সম্পত্তির বৈধ মালিক দাবীদার। বোনেরা স্বামী বাড়ী, ভাইয়েরা পৃথক বসবাস করছেন। উক্ত ভূমি নিজেদের চাহিদায় দখলে নিয়েছেন। মোঃ জাহাঙ্গীর আলম সহজ সরলতায় বন্টন বন্চিত হয়ে নিরুপায় ও রাস্তার পাশে চা দোকান করে জীবন চলে। মোঃ জাহাঙ্গীর আলম এর ২ কন্যা ও ২ পুত্র নাবলক। তাদের বাঁচিয়ে রাখতে আয় রোজগার দুর্বিসহ। উক্ত ঘটনায় এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আন্চলিক পরিচালক মোঃ শাহাজাহান জানান, পিতার সম্পত্তি ভাই বোন বণ্টক মাধ্যমে ভোগ করে দখলে দলিল ও খতিয়ানে মালিক হয়। ওয়ারিশগন তাদের সম্মিলিত হক আদায়ে আইনগত ও মানবাধিকার সমর্থন করে। আমি তাদের মাঝে সৌহার্দ ভাব কামনা করছি। মানুষের কল্যাণে সর্বমলের সহযোগীতা কামনা করেছেন। ভূক্তভোগীরা বলেন