কক্সবাজারে বেড়াতে এসে গ্রেপ্তার হয়েছেন কিশোরগঞ্জ ছাত্রলীগের পাঁচ নেতা। সেখান থেকে বৃহস্পতিবার তাদেরকে নিজ নিজ থানার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গ্রেপ্তার হওয়া পাঁচজন হচ্ছেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সম্রাট আলমগীর, সাধারণ সম্পাদক মো. রনি খান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাকিব ও সামাদ উল্লাহ এবং পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন।
জানা গেছে, র্যাব মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর সেখান থেকে তাদেরকে কটিয়াদী ও পাকুন্দিয়া থানা পুলিশের কাছে পাঠানো হয়।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রলীগ নেতাদের কটিয়াদী থানায় নিয়ে যাওয়া হয়েছে।
নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার 









