ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ব্যবসায়ী সোহাগ হত্যা: মাহিন ও রবিন রিমান্ডে Logo নির্বাচনে বোঝা যাবে কারা দুই-তিনটা সিট পাবে, দেশছাড়া হবে: দুদু Logo দূষণবিরোধী অভিযানে ছয় মাসে প্রায় সাড়ে ২৫ কোটি টাকা জরিমানা Logo চকরিয়ায় মার্কেট উচ্ছেদ অভিযান : কোটি টাকার সরকারি জমি উদ্ধার Logo কক্সবাজার হলিডে মোড় থেকে অজ্ঞাত লাশ উদ্ধার Logo জামায়াতের সঙ্গে জোট বাদ দিয়ে এনসিপির জন্য দরজা খোলা: সালাহউদ্দিন আহমেদ Logo চট্টগ্রাম বোর্ড: পাশের হার ৭২ দশমিক ০৭ শতাংশ Logo কুমিল্লায় বুড়িচং মোকাম বড় বাড়ীর রাস্তা বন্ধ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে Logo ওয়ানডে সিরিজ বাঁচাতে জয় ছাড়া কোনো বিকল্প নেই  Logo সাবেক সিইসি শামসুল হুদা মারা গেছেন

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে গোলাগুলিতে এক রোহিঙ্গা নিহত, গুলিবিদ্ধ ৫

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের- ফাইল ছবি


কক্সবাজার প্রতিবেদক


কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরের মিয়ানমারের দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে এক রোহিঙ্গা তরুণ নিহত হয়েছেন। এতে আরও অন্তত পাঁচজন রোহিঙ্গা আহত হয়েছেন। রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তার ও মাদক চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে এ সংঘর্ষ হয়। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া ও জামতলী আশ্রয়শিবিরের (ক্যাম্প-১৫) মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে নিহত তরুণের নাম আবদুর রহমান (১৯)। তিনি হাকিমপাড়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের ই-২ ব্লকের রোহিঙ্গা মোহাম্মদ আবদুল্লাহর ছেলে। রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর বাংলার সীমান্তকে বিষয়টি নিশ্চিত করে বলেন,আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। আজ বিকেলে উখিয়ার হাকিমপাড়া ও জামতলী আশ্রয়শিবিরের মাঝামাঝি এলাকায় তারা সংঘর্ষে জড়ায়। তিনি আরো বলেন, উভয় পক্ষ ২০ থেকে ২৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে ছয়জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হন। খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পাহাড়ে আত্মগোপন করে। আহত রোহিঙ্গাদের উদ্ধার করে জামতলী আশ্রয়শিবিরের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে গুলিবিদ্ধ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং আশ্রয়শিবিরের এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলেন হাকিমপাড়া আশ্রয়শিবিরের ই-২ ব্লকের সিদ্দিক আহমেদের ছেলে নুর মোহাম্মদ (৩২), সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ জোবায়ের (৩৭), রশিদ উল্লাহর ছেলে মো. শাফায়েত ও দিল মোহাম্মদের ছেলে নুর আলম এবং জামতলী আশ্রয়শিবিরের লাল মিয়ার স্ত্রী নেছারা বেগম (৫৫)। নিহত আবদুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে উখিয়া থানা-পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে আশ্রয়শিবিরের এক রোহিঙ্গা নেতা বলেন, আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তার, মাদক চোরাচালান নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে আরসার সঙ্গে আরএসওর বিরোধ চলছে। সন্ধ্যার পর সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসীরা আশ্রয়শিবিরের ভেতরে এসে মুক্তিপণের জন্য রোহিঙ্গাদের অপহরণ ও মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিদের ভয়ভীতি প্রদর্শন করে। এতে সাধারণ রোহিঙ্গারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর ভোরে উখিয়ার জামতলী ও কুতুপালং আশ্রয়শিবিরে আরসা ও আরএসওর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে দুজন রোহিঙ্গা নিহত হন। তাঁরা হলেন জামতলী আশ্রয়শিবিরের এ-ব্লকের নুর বশর (৫৫) ও কুতুপালং আশ্রয়শিবিরের সি-১ ব্লকের কবির আহমেদ (২৭)। পুলিশ ও রোহিঙ্গা নেতারা জানান, ১৬ সেপ্টেম্বর দিবাগত রাত দুইটার দিকে আরসার অন্তত ৪০ জন অস্ত্রধারী ঘর থেকে নুর বশরকে তুলে নিয়ে আশ্রয়শিবিরের এ-ব্লকের ইটের রাস্তার এলাকায় গুলিতে হত্যা করে। বশর আরএসও সদস্য। প্রতিশোধ নিতে আরএসও সন্ত্রাসীরা কুতুপালং আশ্রয়শিবির থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে হত্যা করে আরসার সদস্য কবির আহমেদকে। এর আগে ১১ সেপ্টেম্বর ভোরে উখিয়ার তানজিমারঘোনা (ক্যাম্প-২০) আশ্রয়শিবিরের এম-২৫ ব্লকের মারকাজ মসজিদ-সংলগ্ন এলাকায় আরএসও ও আরসার মধ্যে সংঘর্ষে আরসার দুজন ক্যাম্প কমান্ডার খুন হন। তাঁরা হলেন উখিয়ার ২০ নম্বর আশ্রয়শিবিরের এম-২৫ ব্লকের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) ও মধুরছড়া আশ্রয়শিবিরের (ক্যাম্প-৪) বি-৬ ব্লকের গনি মিয়ার ছেলে রহমত উল্লাহ (২৫)। পুলিশ ও রোহিঙ্গা নেতাদের দেওয়া তথ্যমতে, চলতি বছরের ২ অক্টোবর পর্যন্ত ৯ মাসে আশ্রয়শিবিরগুলোতে ৬০টি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৬৯ জন রোহিঙ্গা খুন হন। আরসার সঙ্গে আরএসও ও রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনের বাহিনীর মধ্যে অধিকাংশ ঘটনা ঘটে। সংঘর্ষে আরসার ২৪ ও আরএসওর ১১ সদস্য খুন হয়েছেন। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। এর মধ্যে আট লাখ এসেছে ২০১৭ সালের ২৫ আগস্টের পরের কয়েক মাসে। এ পর্যন্ত একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি।

 

ব্যবসায়ী সোহাগ হত্যা: মাহিন ও রবিন রিমান্ডে

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে গোলাগুলিতে এক রোহিঙ্গা নিহত, গুলিবিদ্ধ ৫

আপডেট সময় ১০:৩৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের- ফাইল ছবি


কক্সবাজার প্রতিবেদক


কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরের মিয়ানমারের দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে এক রোহিঙ্গা তরুণ নিহত হয়েছেন। এতে আরও অন্তত পাঁচজন রোহিঙ্গা আহত হয়েছেন। রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তার ও মাদক চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে এ সংঘর্ষ হয়। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া ও জামতলী আশ্রয়শিবিরের (ক্যাম্প-১৫) মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে নিহত তরুণের নাম আবদুর রহমান (১৯)। তিনি হাকিমপাড়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের ই-২ ব্লকের রোহিঙ্গা মোহাম্মদ আবদুল্লাহর ছেলে। রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর বাংলার সীমান্তকে বিষয়টি নিশ্চিত করে বলেন,আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। আজ বিকেলে উখিয়ার হাকিমপাড়া ও জামতলী আশ্রয়শিবিরের মাঝামাঝি এলাকায় তারা সংঘর্ষে জড়ায়। তিনি আরো বলেন, উভয় পক্ষ ২০ থেকে ২৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে ছয়জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হন। খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পাহাড়ে আত্মগোপন করে। আহত রোহিঙ্গাদের উদ্ধার করে জামতলী আশ্রয়শিবিরের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে গুলিবিদ্ধ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং আশ্রয়শিবিরের এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলেন হাকিমপাড়া আশ্রয়শিবিরের ই-২ ব্লকের সিদ্দিক আহমেদের ছেলে নুর মোহাম্মদ (৩২), সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ জোবায়ের (৩৭), রশিদ উল্লাহর ছেলে মো. শাফায়েত ও দিল মোহাম্মদের ছেলে নুর আলম এবং জামতলী আশ্রয়শিবিরের লাল মিয়ার স্ত্রী নেছারা বেগম (৫৫)। নিহত আবদুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে উখিয়া থানা-পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে আশ্রয়শিবিরের এক রোহিঙ্গা নেতা বলেন, আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তার, মাদক চোরাচালান নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে আরসার সঙ্গে আরএসওর বিরোধ চলছে। সন্ধ্যার পর সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসীরা আশ্রয়শিবিরের ভেতরে এসে মুক্তিপণের জন্য রোহিঙ্গাদের অপহরণ ও মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিদের ভয়ভীতি প্রদর্শন করে। এতে সাধারণ রোহিঙ্গারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর ভোরে উখিয়ার জামতলী ও কুতুপালং আশ্রয়শিবিরে আরসা ও আরএসওর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে দুজন রোহিঙ্গা নিহত হন। তাঁরা হলেন জামতলী আশ্রয়শিবিরের এ-ব্লকের নুর বশর (৫৫) ও কুতুপালং আশ্রয়শিবিরের সি-১ ব্লকের কবির আহমেদ (২৭)। পুলিশ ও রোহিঙ্গা নেতারা জানান, ১৬ সেপ্টেম্বর দিবাগত রাত দুইটার দিকে আরসার অন্তত ৪০ জন অস্ত্রধারী ঘর থেকে নুর বশরকে তুলে নিয়ে আশ্রয়শিবিরের এ-ব্লকের ইটের রাস্তার এলাকায় গুলিতে হত্যা করে। বশর আরএসও সদস্য। প্রতিশোধ নিতে আরএসও সন্ত্রাসীরা কুতুপালং আশ্রয়শিবির থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে হত্যা করে আরসার সদস্য কবির আহমেদকে। এর আগে ১১ সেপ্টেম্বর ভোরে উখিয়ার তানজিমারঘোনা (ক্যাম্প-২০) আশ্রয়শিবিরের এম-২৫ ব্লকের মারকাজ মসজিদ-সংলগ্ন এলাকায় আরএসও ও আরসার মধ্যে সংঘর্ষে আরসার দুজন ক্যাম্প কমান্ডার খুন হন। তাঁরা হলেন উখিয়ার ২০ নম্বর আশ্রয়শিবিরের এম-২৫ ব্লকের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) ও মধুরছড়া আশ্রয়শিবিরের (ক্যাম্প-৪) বি-৬ ব্লকের গনি মিয়ার ছেলে রহমত উল্লাহ (২৫)। পুলিশ ও রোহিঙ্গা নেতাদের দেওয়া তথ্যমতে, চলতি বছরের ২ অক্টোবর পর্যন্ত ৯ মাসে আশ্রয়শিবিরগুলোতে ৬০টি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৬৯ জন রোহিঙ্গা খুন হন। আরসার সঙ্গে আরএসও ও রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনের বাহিনীর মধ্যে অধিকাংশ ঘটনা ঘটে। সংঘর্ষে আরসার ২৪ ও আরএসওর ১১ সদস্য খুন হয়েছেন। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। এর মধ্যে আট লাখ এসেছে ২০১৭ সালের ২৫ আগস্টের পরের কয়েক মাসে। এ পর্যন্ত একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি।