ছবির ক্যাপশনঃ- চেয়ারম্যান জাহাঙ্গির কবির চৌধুরী, ভাইস-চেয়ারম্যান সাংবাদিক রাসেল চৌধুরী ও মহিলা ভাইস-চেয়ারম্যান শাহীনা আক্তার।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে উখিয়া উপজেলা পরিষদের অনুষ্ঠিত নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গির কবির চৌধুরী বিশাল ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন। সকল অপশক্তি আমজনতার ভালবাসায় ম্লান হয়ে গেছে। এই নির্বাচনে উখিয়া উপজেলায় আনারস প্রতীক নিয়ে জাহাঙ্গির কবির চৌধুরী ও মোটর সাইকেল প্রতীকে আরেক আওয়ামীলীগ নেতা আবুল মনসুর চৌধুরী প্রতিদ্বন্ধিতা করেন। শেষ পর্যন্ত আবুল মনসুর চৌধুরীকে ১১০০৭ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাহাঙ্গির কবির চৌধুরী। সরেজমিন দেখা গেছে, ২৯ মে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়নের ৬২টি ভোট কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। মানুষ স্বতঃস্ফুর্তভাবে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে। প্রতিটি ভোট কেন্দ্র ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল কঠোর অবস্থানে। কেন্দ্র ভিত্তিক কোন প্রার্থীর সমর্থক বা কর্মীরা কৌশল অবলম্বন করলেই পড়তে হয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে জবাবদিহী। নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের ভূমিকা ছিল অতুলনীয়। সকল কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা ঠিক ৪টায় ভোট গ্রহণ বন্ধ পরবর্তী কেন্দ্রে প্রার্থীর নির্ধারিত এজেন্ট, পোলিং, পুলিশ, আনসার, ও সাংবাদিকদের উপস্থিতিতে ভোট গণনা শুরু করে। কেন্দ্র ভিত্তিক বাইরে বিজয়ের হাসি কে হাসবে দেখার অপেক্ষায় ছিল হাজারও জনগণ। শেষ পর্যন্ত আনারসের প্রার্থী জাহাঙ্গির কবির চৌধুরীর কাছে আওয়ামীলীগের ত্যাগী নেতা আবুল মনসুর চৌধুরী বিশাল ব্যবধানে পরাজিত হয়েছেন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষ থেকে ফলাফর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও উপজেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উখিয়া উপজেলা নির্বার্হী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্ভয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে। নির্বাচনী মাঠে আইশৃঙ্খলা বাহিনী সদা তৎপর ছিল বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। উল্লেখ্য যে, চেয়ারম্যান পদে আনারস প্রতীকে জাহাঙ্গির কবির চৌধুরীর প্রাপ্ত ভোট ৩৮ হাজার ৫২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আবুল মনসুর চৌধুরী পেয়েছেন ২৭ হাজার ৫২১ ভোট। তাছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে সাংবাদিক রাসেল চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে শাহীনা আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।