অপহৃত পল্লী চিকিৎসক জহির উদ্দিন ছবি – বাংলার সীমন্ত
মাহফুজুর রহমান,উখিয়া (কক্সবাজার)
টেকনাফে সাংবাদিক কমরুদ্দিন মুকুলের বড় ভাই জহির উদ্দিন (৪০) অপহরণের শিকার হয়েছেন। তিনি পেশায় পল্লী চিকিৎসক। উখিয়া উপজেলার থাইংখালী এলাকার কাজি মাওলানা জাকের হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে টেকনাফ উপজেলার শামলাপুরে পল্লী চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।
গতকাল রোববার (২১ এপ্রিল) রাত ৯টায় সিএনজি নিয়ে বাড়ি ফেরার পথে তিনি ও অন্য আরেক যাত্রীসহ দু’জনকে তুলে নিয়ে যায় অপহরণকারী চক্র।
সাংবাদিক কমরুদ্দিন মুকুল বলেন, আমার ভাই অত্যন্ত সুনামের সাথে টেকনাফ শামলাপুরে পল্লী চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। জরুরি প্রয়োজনে বাড়িতে আসার পথে হোয়াইক্যং ঢালায় সিএনজি থামিয়ে তাকে আরো এক যাত্রীকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায় অপহরণকারীরা। আমাদের পুরো পরিবার আতঙ্কের মধ্যে আছি। এখনো মুক্তিপণের জন্যে পরিবারের কাছে ফোন করা হয়নি। আমার ভাই কী অবস্থায় আছে জানি না। আমরা খুবই চিন্তিত।
স্থানীয়দের ধারণা,অপহরণকারী চক্রের সাথে সিএনজি ড্রাইভার লম্বাবিল এলাকার মোহাম্মদ পেঠানের সখ্যতা থাকতে পারে। তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে বের হতে পারে গুরুত্বপূর্ণ তথ্য।