সু শাসন ও মানবাধিকার উন্নয়নে সকলকে কাজ করার আহ্বান জানিয়ে জানিয়ে ১১ অক্টোবর সংগঠনের তিনযুগ পূর্তিতে কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে আলোচনা,হোসাইনিয়া পাকদরবার শরীফ, হযরত শাহকালা (রঃ) দরগাহ শরীফ এর সার্বিক সমন্বয়ে সিলেট বিভাগীয় সমন্বয়ক আজমল আলী শাহ’র ফুলেল সংবর্ধনায় জিকির মিলাদ ও বিশেষ দোয়া করা হয়। আইনশৃঙ্খলা ও সমাজ উন্নয়নে পুলিশসহ ১৭৮ ব্যাক্তিকে গুণী জন সম্মাননা দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত, তিনি বলেন,সু শাসনের যুগে বাঙ্গালীর নতুন রুপে আত্মপ্রকাশ হওয়ায় জবাব দিতে সবাই প্রস্তুত হোন, সময়ে আপনার চেতনা জাগ্রত করুন, নির্বাচিত জনপ্রতিনিধি তৈরীতে ভূমিকা রাখতে আহবান জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন আজমল আলী শাহ, বীরমুক্তিযোদ্ধা এম এ কাদের মন্ডল, ডা নাজনীন আহমেদ, মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, বাংলার সীমান্তের সম্পাদক মরজান আহমদ, লক্ষী সোসাইটি নির্ববাহী পরিচালক মো: আফজাল হোসেন, মোঃ আবু আহাদ আল মামুন দীপু মির, এম জি বাবর, ফখরুল ইসলাম আনসারী, সাপ্তাহিক লাকসামের সম্পাদক নূর উদ্দিন জালাল আজাদ, মোঃ সহিদুল ইসলাম, কবি মাহবুব আলম, আবদুল কুদ্দুছ, মহিবুল্লাহ ভূইয়া বাবুল, ক্বারী মোহাম্মদ সরোয়ার হোসেন ফীরপূরী,পীরেকামেল আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুল হাসান। মোঃ মানিক মিয়া,রুবী আক্তার,পারভী ন আক্তার, মোছাঃ মনি বেগম, তোহুরা আক্তার, হালিমা বেগম হ হাসনা, এম এম রানা,নূরুল ইসলাম, ফুল মিয়া,নাজমুল হক মজুমদার শামীম, আঃ কাইউম,মোঃ সোলাইমান,আবদুস সোবহান সানী, এড ফয়েজুর রহমান,সৌরব মাহমুদ হারুন,রুহুল আমিনসহ আরো অনেকে। সারাদেশ শাখা কমিটি ব্যাবস্থায় বিত্তবানদের থেকে সংগ্রহ করে শীত নিবারণ কম্বল বিতরণী কার্যক্রম উদ্ভোধন করা হয়। এ ছাড়াও ভাষাসৈনিক মোঃ আবদুল জলিল, মাষ্টার আমিনুল ইসলাম ও নজরুল ইসলাম সহ তিনজনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।