কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ এক যুবকে আটক করেছে। আজ রোববার (৫ অক্টোবর) সকাল ৭ টা ১০ মিনিটের দিকে উখিয়ার রাজা পালং ইউনিয়নের শৈলের ডেবা নামক স্থানে অরুণ সওদাগরের দোকানের সামনে রাস্তার উপর ৫ হাজার সহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি উখিয়া রাজা পালং ৭ নং ওয়ার্ডের ডেইল পাড়া গ্রামের সৈয়দ আলমের ছেলে মো. কফিল উদ্দিন (২১)।
জানা গেছে, উখিয়া থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বিষেশ চেকপোস্ট করাকালীন জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে। তল্লাশিতে আটক ব্যক্তির কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।