ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশা রেললাইনের পাশে খাদে পড়ে যায় |ছবি সংগ্রহীত
রবিউল আলম তার মৃত এক আত্মীয়কে দাফন-কাফন করে পরিবার নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় অননুমোদিত একটি রেলক্রসিং পার হওয়ার সময় সিএনজি অটোরিকশাটি রেললাইনে আটকে যায়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় সিএনজি আরোহী মাকছুদা খাতুন (৪৮) ও তার মেয়ে সানজিদা আক্তার চুমকি (২৪) নিহত হয়েছেন। এ ঘটনার চুমকি আক্তারের আড়াই বছরের শিশুপুত্র শাফায়েতও আহত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে পৌরসভার মৌলভীপাড়ার অননুমোদিত একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মাকছুদা পৌরসভার মৌলভীপাড়ার রবিউল আলমের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল আলম তার মৃত এক আত্মীয়কে দাফন-কাফন করে পরিবার নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় অননুমোদিত একটি রেলক্রসিং পার হওয়ার সময় সিএনজি অটোরিকশাটি রেললাইনে আটকে যায়।
পল্লী চিকিৎসক মো: মামুন বলেন, ঢাকামুখী মহানগর এক্সপ্রেস সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে সেটি রেললাইনের পাশে খাদে পড়ে যায়। তখন স্থানীয়রা তাদেরকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টায় মাকছুদা খাতুন ও বিকেল ৪টায় তার মেয়ে চুমকি আক্তার মারা যান। নিহত সানজিদা আক্তার চুমকির শিশুপুত্র শাফায়েতের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
সীতাকুণ্ড রেল ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনানুগ কার্যক্রম শেষ করে নিহতদের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।