কক্সবাজারের চকরিয়ায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জমি দখল করে গড়ে তোলা অবৈধ একটি মার্কেট উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নলবিলা খাদ্য গুদামসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে সওজ।
অভিযানে স্কেভেটর দিয়ে অবৈধভাবে নির্মিত দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। এতে অন্তত কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী।
এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. রাহাত আলম ও চকরিয়া সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী কুতুব উদ্দিন তালুকদার।
উপসহকারী প্রকৌশলী কুতুব উদ্দিন তালুকদার জানান, সম্প্রতি মোহাম্মদ রফিক নামে এক ব্যক্তির নেতৃত্বে একটি চক্র সওজের জমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে। বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের সরাসরি নিষেধ করা হয়, কিন্তু তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যেতে থাকে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে উচ্ছেদের সিদ্ধান্ত আসে।
সওজের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী বলেন, সরকারি জমি দখলের বিষয়ে নিশ্চিত হয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে অবৈধ মার্কেট ভেঙে ফেলা হয়।
তিনি আরও জানান, মহাসড়কের পাশে সওজের জায়গায় যেকোনো ধরনের অবৈধ দখল উচ্ছেদে ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।