ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেপটিক ট্যাংক থেকে ছয় বছরের শিশুর মরদেহ উদ্ধার, যুবক আটক  Logo জুলুস হবে জামেয়া থেকে জিইসি মোড় পর্যন্ত রোডম্যাপ ঘোষণা Logo তিন দফা দাবিতে চট্টগ্রামে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ Logo চট্টগ্রাম বাকলিয়ায় পর্যটন কেন্দ্র গড়তে চায় চসিক Logo ভুয়া ডাক্তারকে জরিমানা, ডেন্টাল প্রতিষ্ঠানে সিলগালা Logo উখিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরওয়ার সভাপতি ও সোলতান সাধারণ সম্পাদক নির্বাচিত Logo উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আটক ১০ Logo রোহিঙ্গাদের স্থায়ী সমাধান খুঁজছে বাংলাদেশ Logo দাঁড়িপাল্লার বিজয়কে ত্বরান্বিত করতে শ্রমিক প্রতিনিধিদের অগ্রনী ভূমিকা রাখতে হবে:শামসুল আলম বাহাদুর Logo ইসলামী মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থাই প্রকৃত শিক্ষা ব্যবস্থা : মঞ্জুরুল ইসলাম।

এখন আর সেই সমাজ নেই!

এখন আর সেই সমাজ নেই, বিকাল বেলায় পুকুর পাড়ে আড্ডা, হা- ডু -ডু/কাবাডি খেলা। রাতের বেলায় কানামাছি খেলা, চাঁদনী রাতে সবাই বসে গল্প করা।ছোট বড় সবাই মিলে রুই -কাতলা বলে কপালে টোকা মারা।গরম কালে রাতে উঠানে ঘুমানো। ধান কাটার মৌসুমে একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে ধান মাড়াইয়ের কাজ শেষ করা হঠাৎ বৃষ্টি আসলে তাড়াহুড়ো করে গোলায় ধান তোলা। কিছু কিছু ধান পানিতে ভেসে যেত তবুও ছিলনা হিংসা, বিদ্ধেষ,রেষারেষি, একে অপরের প্রতি কত শ্রদ্ধা, ভক্তি,আদর, মায়া, মমতার স্নেহের বাঁধনে বাধা।

কালের বিবর্তনে সব হারিয়ে গেছে। আজ সব হারিয়ে যে যার স্বার্থে ব্যস্ত তখনও কি স্বার্থ ছিলনা!? হা ছিল তবে স্বার্থের আড়ালে ভালবাসা ছিল বেশি।দিন যায় কথা থাকে বাঙ্গালীর অতীত,ঐতিহ্য ছিল ভরপুর অথচ বর্তমানে আমরা যে যার মত একাকার,আছে শুধু ঘৃণা,হিংসা,ঈর্ষা, স্বার্থপরতা কে কত উঁচুতে উঠতে পারে,কাকে ঠকিয়ে কে দিনশেষে সেরা হতে পারে!সম্পদ,যশ খ্যাতির প্রতিযোগিতা মানুষের হৃদয়কে করেছে কংক্রিট আর লোহার মত শক্ত। নেই কোন শ্রদ্ধা,মান,সম্মান।

আর ঋতু পরিবর্তন বলতে আমরা সাধারণত আবহাওয়ার রদবদল, খাবারে পরিবর্তন কিংবা পোশাকের ভিন্নতা বুঝি। কিন্তু প্রকৃতিতে অনেক কিছু ঘটে আরও সূক্ষ্মভাবে। বেশিরভাগ পাখির পালক সারা বছর একই থাকলেও কিছু পাখি ঋতু ভেদে পালকের রং বদলায়। শুধু সৌন্দর্যের জন্য নয়, এটা ওদের টিকে থাকার কৌশলও বটে। টিকে থাকা দরকার তবে নিজেদের হর্তাকর্তা মনে করে নই। প্রতিবেশী আত্মীয় স্বজনদের কথা আমাদের মাথায় থাকে না ক্ষমতার মোহে।

মুরব্বিরা আজ উপেক্ষিত গুণীজনরা অবহেলিত,উচ্চ শিক্ষিত ব্যক্তিরা হিংসার আক্রোশে পতিত,সমাজের আনাচে কানাছে ষড়যন্ত্রের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে হ্যামিলন শহরের ইঁদুরের মত!নেতার নাম ভাঙ্গিয়ে ফায়দা লুটে গোত্রে গোত্রে!যে যার মত বাঁশি বাজায় যদিও সেই বাঁশিতে নেই কোন অতীতের সুর! এটাই কি জীবন! আফসোস!আসুন আমরা সবাই মানুষ হই।

উপলব্ধি মাত্র।

জনপ্রিয় সংবাদ

সেপটিক ট্যাংক থেকে ছয় বছরের শিশুর মরদেহ উদ্ধার, যুবক আটক 

এখন আর সেই সমাজ নেই!

আপডেট সময় ১২:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

এখন আর সেই সমাজ নেই, বিকাল বেলায় পুকুর পাড়ে আড্ডা, হা- ডু -ডু/কাবাডি খেলা। রাতের বেলায় কানামাছি খেলা, চাঁদনী রাতে সবাই বসে গল্প করা।ছোট বড় সবাই মিলে রুই -কাতলা বলে কপালে টোকা মারা।গরম কালে রাতে উঠানে ঘুমানো। ধান কাটার মৌসুমে একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে ধান মাড়াইয়ের কাজ শেষ করা হঠাৎ বৃষ্টি আসলে তাড়াহুড়ো করে গোলায় ধান তোলা। কিছু কিছু ধান পানিতে ভেসে যেত তবুও ছিলনা হিংসা, বিদ্ধেষ,রেষারেষি, একে অপরের প্রতি কত শ্রদ্ধা, ভক্তি,আদর, মায়া, মমতার স্নেহের বাঁধনে বাধা।

কালের বিবর্তনে সব হারিয়ে গেছে। আজ সব হারিয়ে যে যার স্বার্থে ব্যস্ত তখনও কি স্বার্থ ছিলনা!? হা ছিল তবে স্বার্থের আড়ালে ভালবাসা ছিল বেশি।দিন যায় কথা থাকে বাঙ্গালীর অতীত,ঐতিহ্য ছিল ভরপুর অথচ বর্তমানে আমরা যে যার মত একাকার,আছে শুধু ঘৃণা,হিংসা,ঈর্ষা, স্বার্থপরতা কে কত উঁচুতে উঠতে পারে,কাকে ঠকিয়ে কে দিনশেষে সেরা হতে পারে!সম্পদ,যশ খ্যাতির প্রতিযোগিতা মানুষের হৃদয়কে করেছে কংক্রিট আর লোহার মত শক্ত। নেই কোন শ্রদ্ধা,মান,সম্মান।

আর ঋতু পরিবর্তন বলতে আমরা সাধারণত আবহাওয়ার রদবদল, খাবারে পরিবর্তন কিংবা পোশাকের ভিন্নতা বুঝি। কিন্তু প্রকৃতিতে অনেক কিছু ঘটে আরও সূক্ষ্মভাবে। বেশিরভাগ পাখির পালক সারা বছর একই থাকলেও কিছু পাখি ঋতু ভেদে পালকের রং বদলায়। শুধু সৌন্দর্যের জন্য নয়, এটা ওদের টিকে থাকার কৌশলও বটে। টিকে থাকা দরকার তবে নিজেদের হর্তাকর্তা মনে করে নই। প্রতিবেশী আত্মীয় স্বজনদের কথা আমাদের মাথায় থাকে না ক্ষমতার মোহে।

মুরব্বিরা আজ উপেক্ষিত গুণীজনরা অবহেলিত,উচ্চ শিক্ষিত ব্যক্তিরা হিংসার আক্রোশে পতিত,সমাজের আনাচে কানাছে ষড়যন্ত্রের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে হ্যামিলন শহরের ইঁদুরের মত!নেতার নাম ভাঙ্গিয়ে ফায়দা লুটে গোত্রে গোত্রে!যে যার মত বাঁশি বাজায় যদিও সেই বাঁশিতে নেই কোন অতীতের সুর! এটাই কি জীবন! আফসোস!আসুন আমরা সবাই মানুষ হই।

উপলব্ধি মাত্র।