উখিয়া সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যারীন তাসনিম তাসিন ও সহকারী বন সংরক্ষক মোঃ শাহিনুর ইসলাম শাহীনের নেতৃত্বে, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, মোছার খোলা বিট কর্মকর্তা বেলাল হোসেন ,দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, ওয়ালা বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, পুলিশ ও একদল বন-কর্মীরা বৃহস্পতিবার দুপুর ৩ টা থেকে এক টানা সন্ধ্যা ৬ টা পর্যন্ত উখিয়া বন রেঞ্জের আওতাধীন থাইংখালী বনবিটের কেদার খোলা ও পালংখালী বাজার সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ টি অবৈধ করাতকল, ৩ টি ইঞ্জিল ও ২২০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করতে সক্ষম হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন মোচা খোলার বিট অফিসার।
উল্লেখ্য, উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে মকবুল হোসেন (৫০), পালংখালী মৃত বশির আহমদের মোহাম্মদ ইয়াছিন (৪০), থাইংখালী গজোঘোনা গ্রামের মৃত মোজাহের মিয়ার ছেলে আবু তাহের (৪২), সহ গডফাদাররা সরকারি বনাঞ্চলের সামাজিক বনায়নের বাগান উজাড় করার মিশন হাতে নিয়ে স্থানীয় বন কর্মকর্তাদের বৃদ্ধাঙ্গুলি ও ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে দাপুটের সহিত অবৈধভাবে করাত কল বসিয়ে কাঠ চিরাই করে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও অবশেষে শেষ রক্ষা হলো না উল্লেখিত মাফিয়াদের।
সহকারী বন সংরক্ষক ও উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম শাহীন অভিযানের সত্যতা স্বীকার করেন এবং করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ এর বিধি ৩,৭(১) (ক) ও ৭(১)(২) ধারায় উল্লেখিত গডফাদারদের বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও তারা আইন অমান্য করে বেপরোয়া হয়ে ফের করাত কল চালিয়ে যাচ্ছিল। সংশ্লিষ্ট আইনে জড়িতদের বিরুদ্ধে আরো একটি মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।