ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টমটমের দখলে; কক্সবাজার-টেকনাফ আরকান সড়ক

  • মরজান আহমদ
  • আপডেট সময় ১০:৩২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

পালংখালী বাজার থেকে ছবি: বাংলার সীমান্ত


কক্সবাজার-টেকনাফ আরকান সড়কটি যেন বিদ্যুৎ চালিত টমটম ও ব্যাটারি চালিত ইজিবাইকের দখলে।

ট্রাফিকে নিয়ম-কানুন ভঙ্গ করে প্রতিনিয়ত টমটম ও ইজিবাইক আরকান সড়কে চলাচল করে। সম্প্রতি সময় উখিয়া, কুতুপালং, পালংখালী, হোয়াইকং, হ্নিলা, কোটবাজার, টেকনাফ বাসটার্মিনাল, কক্সবাজার বাসটার্মিনাল সহ পর্যন্ত সড়কটি দুই পাশে বৃদ্ধি করা হয়েছে। কারণ এ সড়ক দিয়ে প্রতিনিয়ত শত শত গাড়ি ঢাকা থেকে টেকনাফ আসে এবং টেকনাফ থেকে ঢাকা যায়। এসব গাড়ি হ্নিলা, পালংখালী, কুতুপালং, উখিয়া, কোটবাজার আসলে সড়কটি ছোট হওয়ায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হত। রোহিঙ্গা আসার কারণে যানজট তীব্র আকার ধারণ করে। যেখানে রাস্তা বৃদ্ধি করা হয়েছে সেখানে টমটম ও ইজিবাইক যাতায়াত করে আবারো প্রতিনিয়ত যানজট সৃষ্টি করে।

স্থানীয়রা জানান, আমরা আশা করছিলাম আরকান সড়কের দুই পাশে রাস্তা বৃদ্ধি করে যানজট থেকে মুক্তি পাবো। কিন্ত টমটম ও ইজিবাইকের কারণে আমাদের কষ্টের শেষ নাই।

কোটবাজার ট্রাফিক বলেন, আমরা টমটম ও ইজিবাইক গুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আমাদের লোকবল কম হওয়াতে এ সব গাড়ি নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে টমটম ও ইজিবাইক আমরা ট্রাফিক নিয়ম-কানুনের মধ্যে নিয়ে আসব।

চট্টগ্রামে পুলিশ সদস্য মুবিনুল ইসলাম নয়ন সড়ক দূর্ঘটনায় নিহত

টমটমের দখলে; কক্সবাজার-টেকনাফ আরকান সড়ক

আপডেট সময় ১০:৩২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

পালংখালী বাজার থেকে ছবি: বাংলার সীমান্ত


কক্সবাজার-টেকনাফ আরকান সড়কটি যেন বিদ্যুৎ চালিত টমটম ও ব্যাটারি চালিত ইজিবাইকের দখলে।

ট্রাফিকে নিয়ম-কানুন ভঙ্গ করে প্রতিনিয়ত টমটম ও ইজিবাইক আরকান সড়কে চলাচল করে। সম্প্রতি সময় উখিয়া, কুতুপালং, পালংখালী, হোয়াইকং, হ্নিলা, কোটবাজার, টেকনাফ বাসটার্মিনাল, কক্সবাজার বাসটার্মিনাল সহ পর্যন্ত সড়কটি দুই পাশে বৃদ্ধি করা হয়েছে। কারণ এ সড়ক দিয়ে প্রতিনিয়ত শত শত গাড়ি ঢাকা থেকে টেকনাফ আসে এবং টেকনাফ থেকে ঢাকা যায়। এসব গাড়ি হ্নিলা, পালংখালী, কুতুপালং, উখিয়া, কোটবাজার আসলে সড়কটি ছোট হওয়ায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হত। রোহিঙ্গা আসার কারণে যানজট তীব্র আকার ধারণ করে। যেখানে রাস্তা বৃদ্ধি করা হয়েছে সেখানে টমটম ও ইজিবাইক যাতায়াত করে আবারো প্রতিনিয়ত যানজট সৃষ্টি করে।

স্থানীয়রা জানান, আমরা আশা করছিলাম আরকান সড়কের দুই পাশে রাস্তা বৃদ্ধি করে যানজট থেকে মুক্তি পাবো। কিন্ত টমটম ও ইজিবাইকের কারণে আমাদের কষ্টের শেষ নাই।

কোটবাজার ট্রাফিক বলেন, আমরা টমটম ও ইজিবাইক গুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আমাদের লোকবল কম হওয়াতে এ সব গাড়ি নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে টমটম ও ইজিবাইক আমরা ট্রাফিক নিয়ম-কানুনের মধ্যে নিয়ে আসব।