কক্সবাজারের উখিয়ার থাইংখালী ময়নার ঘোনা রোহিঙ্গা শিবিরে এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার উক্যু সিং (পিপিএম) এর নির্দেশনায় এসআই আরিফুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছেন। এসময় মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত নারী হলেন, থাইংখালী ১১ নাম্বার রোহিঙ্গা শিবিরের সি -৫ এর লিয়াকত আলীর স্ত্রী তৈয়্যবা খাতুন (৩৫)। ১৫ অক্টোবর(মঙ্গলবার)রাতে উখিয়ার থাইংখালী ময়নার ঘোনা রোহিঙ্গা শিবিরে এ অভিযান চালানো হয়।
এসআই আরিফুজ্জামান বাংলার সীমান্তকে এসব তথ্য নিশ্চিত করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মহিলা নিজেকে মাদকদ্রব্য ইয়াবার পাইকারী বিক্রেতা বলে স্বীকার করেন। সে বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ পথে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে থাকে। পরবর্তীতে কক্সবাজারের বিভিন্ন স্থানে পাইকারী দামে মাদক সরবরাহ করে আসছিল।
ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হবে।