৯০ এর সৈরাচার এরশাদ পতনের মহান নেত্রী, গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষার আপসহীন সংগ্রামের প্রতীক, তিন বারের প্রধানমন্ত্রী ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক, বেদনা ও ভারাক্রান্ত হৃদয়ে শোকাহত অনুভূতি প্রকাশ করেছেন পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি জাফর মাহমুদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. খালিদ হোসেন। এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন- বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অদম্য সাহসী নেত্রী । তিনি ছিলেন স্বৈরাচার খেদাও আন্দোলনে অন্যতম প্রধান সংগঠক, দমন-পীড়ন ও অবিচারের বিরুদ্ধে আপসহীন। তিনি শারীরিকভাবে অসুস্থ ও কারাবন্দী থেকেও আজীবন যে সংগ্রাম চালিয়ে গেছেন তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল ও গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। নেতৃদ্বয় আরও বলেন, তাঁর মৃত্যু শুধু একটি দলের নয় সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। গণতন্ত্রকামী মানুষের কণ্ঠস্বর হিসেবে তিনি ছিলেন আশার প্রতীক ও সাহসের অনুপ্রেরণা । তাঁর অনুপস্থিতিতে দেশের রাজনীতিতে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে।
তারা মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
নিউজ ডেস্ক 









