চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসু) নির্বাচন পিছিয়ে ১৫ অক্টোবর নির্ধারণ করায় প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ আলী এক প্রতিক্রিয়ায় বলেন, প্রথমত, পূজার বন্ধ এবং বিসিএস পরীক্ষার শিডিউল আগে থেকেই ছিল, কিন্তু নির্বাচন কমিশন কেন আগেই ১৫ তারিখ ডেইট না দিয়ে ১২ তারিখ দিয়েছে।
তিনি আরো জানান, রাকসু পিছানোর পর পরই চাকসু পিছানো কি একই সূত্রে গাঁথা কিনা? সেই আশংকা থেকেই যাচ্ছে।
এছাড়াও অনেকগুলো বিভাগ ইতিমধ্যেই পরীক্ষা রিশিডিউল করেছে যেগুলো আবার পেছাতে হবে।