ফাইল ছবি : আহসান উল্লাহ ও সাইফুর রহমান সিকদার
কক্সবাজারের উখিয়ায় দলে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক সাইফুর রহমান সিকদার ও সাবেক উপজেলা যুবদলের সভাপতি আহসান উল্লাহকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আহসান উল্লাহ এবং সাইফুর রহমান সিকদারকে প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কক্সবাজার জেলা বিএনপির এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর করা হয়েছে।