গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি : বাংলার সীমান্ত
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন,এই মুহূর্তে জাতীয় নির্বাচনের পরিবেশ নেই। তাই আগে স্থানীয় নির্বাচন হলে প্রশাসনের নিরপেক্ষতা ও সক্ষমতা পরীক্ষা হবে। মানুষও ভোট দেবার সুযোগ পাবে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সাথে পরিষদ নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিত করে দলটিকে ভোটের মাঠের বাইরে রাখার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ।
প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দলের সভাপতি নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগ ও তার জোটের কোনো দল যেনো নির্বাচনে অংশ নিতে না পারে সেই কথা কমিশনকে জানানো হয়েছে।
ইসিতে দল নিবন্ধনের শর্তকে ইতিবাচক উল্লেখ করে গত নির্বাচনের আগে নাম-সর্বস্ব যেসব দলের নিবন্ধন আছে ভোটের আগে তাদেরটা বাতিল করার দাবি জানিয়েছেন দলটির নেতারা। পাশাপাশি বিগত নির্বাচনগুলোয় যারা প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন, তারা যেনো এবার দায়িত্বে না থাকে তা উল্লেখ করেন তারা।